ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, নভেম্বর ১৭, ২০২০
ঝিনাইদহে মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত ঝিনাইদহে মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভাসানী স্মরণসভা বাস্তবায়ন কমিটি।

স্মরণসভা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্র মৈত্রী নেতা আমিনুল ইসলাম বকুল, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান খোকা, সিনিয়র সাংবাদিক ফকির শওকত, মেহেদী উর রহমান টুটুল, সাবেক ছাত্রনেতা মুকছুদ আহমেদ, নজরুল ইসলাম, আক্তারুজ্জামান, আবুল কালাম আজাদ, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।