ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, নভেম্বর ১৭, ২০২০
না.গঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের ২নম্বর রেলগেট উকিলপাড়া থেকে গলাচিপা মোড় পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করা হয়।

মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।  

সমাবেশে দায়ের করা মামলাগুলো ভৌতিক উল্লেখ করে মামলায় উল্লেখিত ঘটনার জন্য সরকারদলীয় নেতাকর্মীদের দায়ী করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে খোরশেদ বলেন, আইনের শাসন নেই বললেই চলে। দেশে এখন যাই ঘটুক দোষ বিএনপির। এটি একটি পরিকল্পিত ঘটনা বিএনপির নেতাকর্মীদের কোণঠাসা করার জন্য। দ্রুত এসব মামলা প্রত্যাহার করে গ্রেফতার হওযা নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।