ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

করোনায় আক্রান্ত সাংবাদিক তোয়াব খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, নভেম্বর ১৭, ২০২০
করোনায় আক্রান্ত সাংবাদিক তোয়াব খান

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক তোয়াব খান করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য৷

তিনি বলেন, রোববার (১৫ নভেম্বর) তোয়াব ভাইয়ের করোনা পরীক্ষা করা হয়৷ সোমবার (১৬ নভেম্বর) রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

সাংবাদিক তোয়াব খান জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক।

তিনি ১৯৫৫ সালে খান দৈনিক সংবাদ পত্রিকায় কাজ শুরু করেন। ১৯৬১ সালে তিনি এর বার্তা সম্পাদক হিসাবে পদোন্নতি পান এবং ১৯৬৪ সাল পর্যন্ত কাজ করেন। ১৯৬৪ থেকে ১৯৭২ পর্যন্ত বার্তা সম্পাদক হিসেবে দৈনিক পাকিস্তানে কাজ করেন। ১৯৭২ সালে দৈনিক বাংলা পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দেন।

১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত খান রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। সাংবাদিকতায় অন্যান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৬ সালে একুশে পদক দেয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।