ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

আড়াইহাজারে বিষপানে পোশাক শ্রমিকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, নভেম্বর ১৬, ২০২০
আড়াইহাজারে বিষপানে পোশাক শ্রমিকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের আড়াইহাজারে বিষপানে সুরাইয়া আক্তার (১৮) নামে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।

সুরাইয়া ওই গ্রামের আ. বাছেদের ছেলে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, সুরাইয়া উজান গোপিন্দী ‌‘‌ভাই ভাই স্পেনিং মিলে’ কাজ করতেন। কাজ করা অবস্থায় ওই মিলের এক শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন। প্রেমিকের সঙ্গে অভিমান করে রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় দিকে তিনি বিষপান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিক্যালে (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় অপমূত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই মোস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।