ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্র সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, নভেম্বর ১৬, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্র সিলগালা সিলগালা মাদক নিরাময় কেন্দ্র। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে দক্ষিণ পৈরতলা এলাকায় ‘অশ্রু’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্র সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে চিকিৎসাসেবা দেওয়ার মতো কোনো ধরনের সুযোগ সুবিধা না থাকায় নিরাময় কেন্দ্রটি সিলগালা করে দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, ‘নিরাময় কেন্দ্রের কোনো ধরনের অনুমতি নেই। এখানে কোনো চিকিৎসকও পাওয়া যায়নি। সম্পূর্ণ অবৈধভাবে তারা প্রতিষ্ঠানটি চালাচ্ছিলো। যে কারণে সিলগালা করে দেওয়া হয়েছে।  

তিনি আরো বলেন, কেন্দ্রটিতে থাকা ১৩ জন মাদকাসক্তকে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া ও ১৭ জনকে বৈধ কোনো হাসপাতালে ভর্তি করানোর জন্য নির্দেশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।