ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

ভারতে পাচার হওয়া ৩০ নারী-পুরুষ-শিশুকে দেশে হস্তান্তর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, নভেম্বর ১৩, ২০২০
ভারতে পাচার হওয়া ৩০ নারী-পুরুষ-শিশুকে দেশে হস্তান্তর দেশে ফেরত আসা নারী, পুরুষ ও শিশুরা। ছবি: বাংলানিউজ

বেনাপোল(যশোর): বিভিন্ন সময় ভাল কাজের প্রলোভনে পাচার হওয়া ৩০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। ভারতে নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশনারের সহযোগিতায় এরা দেশে ফেরার সুযোগ পায়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি কক্সবাজার, মাগুরা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।

কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনারের মিনিস্টার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন জানান, বিভিন্ন প্রলোভনে পড়ে এসব নারী-পুরুষ ও শিশুরা পাচারের শিকার হয়েছিল। তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসাদের বেনাপোল থেকে গ্রহণকারী যশোর রাইটস এর পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, আমরা ও মহিলা আইনজীবী সমিতিসহ কয়েকটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে। তাদের যশোর নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। এরা তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ভারতের জেলে ছিলো। পরবর্তীতে সে দেশের বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদের ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফেরত পাঠিয়েছে।  

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এদের বিভিন্ন এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।