ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

৪০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, নভেম্বর ১৩, ২০২০
৪০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক হেরোইন, ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীতে প্রায় ৪০ লাখ টাকার হেরোইনসহ সামিউন জামান (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সামিউন রাজশাহী মহানগরের হড়গ্রাম এলাকার শরিফুর জামানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনগত রাতে মহানগরের আমচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় ৮০০ গ্রাম হেরোইনসহ সামিউনকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা। র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে মহানগরের শাহ মখদুম থানায় সোপর্দ করা হয়েছে।  

আটক সামিউনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।