ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

কুলিয়ারচরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, নভেম্বর ১২, ২০২০
কুলিয়ারচরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় রমিজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার মনোহরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রমিজ উদ্দিন (৬০) উপজেলার রামদি ইউনিয়নের খালকারা-কোনাপাড়া এলাকার মিয়া হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার মনোহরপুর এলাকায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।  

ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মামুন রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।