ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

নালিতাবাড়ীতে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, নভেম্বর ১২, ২০২০
নালিতাবাড়ীতে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের কাচারিপাড়ায় নাজমুল হাসান (২৬) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নাজমুলের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রুহিলি গ্রামে। তিনি ব্যবসায়ী শফিউল আলম খোকনের বাসায় একাই ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নাজমুলের ছাত্র-ছাত্রীরা প্রাইভেট পড়তে এসে ঘরের দরজা বন্ধ পায়। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে নাজমুলের সহকর্মী একই স্কুলের শিক্ষক এবং পাশের রুমের ভাড়াটিয়া শামীম নাজমুলের মোবাইলে কল দিয়েও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন নাজমুল তার বিছানায় শুয়ে আছেন। একপর্যায়ে বাড়ির মালিক খোকন পুলিশকে ফোনে ঘটনাটি জানালে পুলিশ ঘরের বন্ধ দরজা ভেঙে নাজমুলের মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমদ বাদল বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।