ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে রাইস মিলের ফিতায় জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৯, নভেম্বর ১২, ২০২০
গোপালগঞ্জে রাইস মিলের ফিতায় জড়িয়ে বৃদ্ধার মৃত্যু প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে রাইস মিলের ফিতায় জড়িয়ে লালমতি ভক্ত (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বড় ডোমরাশুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লালমতি ভক্ত সদর উপজেলার ডোমরাশুর গ্রামের মৃত বাসুদেব ভক্তের স্ত্রী।

বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন জা‌নি‌য়ে‌ছেন, সন্ধ্যায় নিজ ছেলে বিপুল ভক্তের রাইস মিলে সন্ধ্যাবাতি দিচ্ছিলেন লালমতি ভক্ত। এ সময় অসাবধানতাবশত চলন্ত মেশিনের ফিতায় জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।