ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

ডিএসসিসির বরাদ্দবিহীন ৫২ অবৈধ দখল উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, নভেম্বর ১১, ২০২০
ডিএসসিসির বরাদ্দবিহীন ৫২ অবৈধ দখল উচ্ছেদ

ঢাকা: বরাদ্দবিহীন ৫২টি অবৈধ দখল উচ্ছেদ এবং এডিস মশার লার্ভা পাওয়ায় ৮ মামলা দায়ের, নগদ এক লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

এদিন রাজধানীর কাপ্তান বাজার এলাকায় বরাদ্দবিহীন অবৈধ দখলদারদের বিরুদ্ধে এবং শান্তিনগর ও ডেমরায় এডিস মশার প্রজননস্থল চিহ্নিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান কাপ্তান বাজার মার্কেটের ভবন-২ এ অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বরাদ্দবিহীন ৫২ অবৈধ দখলদারকে উচ্ছেদ করে তালা ঝুলিয়ে দেন।

মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে অভিযানের অংশ হিসেবে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় তিনটি মামলা দায়ের ও নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও ডিএসএসসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ডগই নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচটি মামলা ও নগদ ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।