ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালুকায় কোরআন ও পাগড়ী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, নভেম্বর ১১, ২০২০
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভালুকায় কোরআন ও পাগড়ী বিতরণ

ময়মনসিংহ: যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহের ভালুকায় এতিম ছাত্রদের মধ্যে কোরআন শরীফ ও পাগড়ী বিতরণ করেছে উপজেলা যুবলীগ।  

বুধবার (১১ নভেম্বর) বিকালে গফরগাঁও রোড এলাকায় ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টুর উদ্যোগে এমন আয়োজন করা হয়।

 

কোরআন শরীফ ও পাগড়ী বিতরণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবনেতা হাজী নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সদস্য রমিজ উদ্দিন খান, হিল্টন মোল্লা, আফতাব উদ্দিন, আবুল কাশেম, মল্লিকবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক যুবনেতা জাহিদুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের সভাপতি, সম্পাদক ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০ 
একে/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।