ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, নভেম্বর ৭, ২০২০
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সাকিব (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে।  

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাকিব উপজেলার সুলতানগঞ্জের মেলাপাড়ার মো. আশরাফুলের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) নৃত্য পদ দাস বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে মেলাপাড়া থেকে গোদাগাড়ী সদরে যাচ্ছিল সাকিব। পথে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হন সঙ্গে থাকা অপর এক আরোহী। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি জানান, ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা গেলে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।