ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

জয়ের পথে জো বাইডেন, ব্যবসায়ীদের ভুড়িভোজ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০২, নভেম্বর ৭, ২০২০
জয়ের পথে জো বাইডেন, ব্যবসায়ীদের ভুড়িভোজ!

বরিশাল: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এ খুশিতে ভুরিভোজ করেছেন বরিশালের গৌরনদী উপজেলার সুপার মার্কেটের ব্যবসায়ীরা।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনগত রাতে এ ভুড়িভোজের আয়োজন করা হয়।

আয়োজক ও ব্যবসায়ী মেরাজ হোসেন খান সাংবাদিকদের জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প আমাদের অপছন্দের লোক। বিশ্ব শান্তি প্রতিতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। আমেরিকার ভোটাররা তাই করেছেন। নির্বাচনে ট্রাম্পের পরাজয় নিশ্চিত হওয়া ও জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ার পর আমি মনের আনন্দে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী ও স্থানীয় সুধীজনদের জন্য ভোজের আয়োজন করেছি।  

এ আয়োজনে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। খাবারের তালিকায় ছিল খিচুরি।

ভুরিভোজে অংশ নেওয়া অনেকেই জানান, ব্যবসায়ী মেরাজ খান একজন আমুদে মানুষ। তিনি এভাবে প্রায়ই বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করে থাকেন।  

বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এমএস/এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।