ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী নিহত  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, নভেম্বর ৭, ২০২০
সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী নিহত  

সিলেট: সিলেটে ট্রাকচাপায় পিয়াস চক্রবর্তী (৩০) নামে এক মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর দুই আরোহী।


 
শুক্রবার (০৬ অক্টোবর) রাত ৯টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা বাগান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াস চক্রবর্তী সিলেট নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা ও সিলেট সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী ছিলেন।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাক্কাতুড়া চা বাগান সংলগ্ন এলাকায় দ্রুত গতির একটি ট্রাক রাতে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিয়াস চক্রবর্তী মারা যান। এসময় আহত হন তার সঙ্গে থাকা মিজানুর রহমান (৩৫) ও রণি দাস (৩০) নামে দু’জন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

মোটরসাইকেলটি জব্দ করা হলেও ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।