ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

কবিরহাটে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, নভেম্বর ৬, ২০২০
কবিরহাটে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে নারীর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শাহীন আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার আরও ৩ যাত্রী আহত হন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঠান বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আক্তার (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাবুলের স্ত্রী।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, শুক্রবার বিকেলে জেলা শহর মাইজদী থেকে ছেড়ে আসা কোম্পানীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা কবিরহাটের ধানশালিক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঠান বাড়ির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সিএনজির আরও ৩ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ সিএনজি অটোরিকশা ও হ্যান্ড ট্রাক্টরটি আটক করে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।