ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

প্লেনের টয়লেট থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, নভেম্বর ৬, ২০২০
প্লেনের টয়লেট থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার  ফাইল ফটো

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি প্লেন থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

 

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে কাস্টমস গোয়েন্দারা। এ সময় দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়। এ সময় ওই প্লেনের টয়লেটে টিস্যু রাখার বক্সের নিচের চেম্বারের অভিনব কায়দায় লুকানো ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন সাত কেজি আটশ’ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।