ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

শার্শায় ৩০২ বোতল ফেনসিডিলসহ আটক ১

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, নভেম্বর ৬, ২০২০
শার্শায় ৩০২ বোতল ফেনসিডিলসহ আটক ১ আটক কবির হোসেন

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় ৩০২ বোতল ফেনসিডিলসহ কবির হোসেন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন।

আটক কবির শার্শার রামচন্দ্রপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে।

কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার পাকশী বাজার থেকে কবিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় তাকে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।