ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

গৌরনদীতে গাঁজাসহ আটক যুবক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, নভেম্বর ৬, ২০২০
গৌরনদীতে গাঁজাসহ আটক যুবক আটক মাঈনুল ইসলাম

ঝালকাঠি: বরিশালের গৌরনদীতে এক কেজি গাঁজাসহ মাঈনুল ইসলাম (২৭) নামে মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার বোরাদী গরঙ্গল এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাঈনুল ওই এলাকার বাসিন্দা। আটক মাঈনুল ইসলাম (২৭) বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাসিন্দা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বোরাদী গরঙ্গল এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা মাঈনুলকে আটক করা হয়েছে। তিনি ঢাকা থেকে লঞ্চযোগে ব্যাগ ভর্তি করে ওই গাঁজা নিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।