ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

গৌরনদীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, নভেম্বর ৬, ২০২০
গৌরনদীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

বরিশাল: বরিশালের গৌরনদীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের মা বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দিবাগত রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এরআগে, গত ৩ অক্টোবর গৌরনদী উপজেলার পশ্চিম সমরসিংহ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুরে একই গ্রামের মৃত সফিজ উদ্দিন বেপারীর ছেলে শাহ নেওয়াজ বেপারী (৬৫) নিজ বাড়িতে ডেকে নিয়ে সম্পর্কে নাতনী ওই স্কুলছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই স্কুলছাত্রীর চিৎকার শুরু করলে পালিয়ে যান ধর্ষক শাহ নেওয়াজ বেপারী।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তৌহিদুজ্জামান জানান, শুক্রবার সকালে ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।