ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

১২ কেজি রূপার গহনাসহ ভ্যানচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, নভেম্বর ৫, ২০২০
১২ কেজি রূপার গহনাসহ ভ্যানচালক আটক প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১১ কেজি ৭০০ গ্রাম রূপার গহনাসহ মাসুদুর রহমান ওরফে খোকন ঢালী (৪৫) নামে এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে কলারোয়া-গয়ড়া সড়কের বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

 আটক মাসুদুর কলারোয়ার কেঁড়াগাছী গ্রামের আশরাফ ঢালীর ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু মহিলা কলেজের সামানে থেকে একটি ভ্যানের গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় ভ্যানে থাকা একটি বাজারের ব্যাগে নয়টি প্যাকেটে মোড়ানো ১১ কেজি ৭০০ গ্রাম রূপার গহনা জব্দ করা হয়। আটক করা হয় ভ্যানচালক মাসুদুরকে।  

জব্দ করা গহনার মধ্যে ২০ জোড়া বালা ও বাকি সব চেইন। গহনাগুলোর বাজারমূল্য প্রায় ৯ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।