ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

কাঁঠালিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, নভেম্বর ৫, ২০২০
কাঁঠালিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় কৃষকের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অধীর চন্দ্র মাতুব্বর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এরআগে, বুধবার (০৪ নভেম্বর) বিকেলে আমুয়া-কাঁঠালিয়া সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

গুরুতর আহত অবস্থায় তাকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

নিহতের ছেলে শেখর চন্দ্র মাতুব্বর বাংলানিউজকে জানান, অধীর চন্দ্র মাতুব্বর তাদের নার্সারি থেকে গাছের চারা নিয়ে বাজারে বিক্রি করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝালকাঠিগামী কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, মরদেহ উভয় পক্ষের সম্মতির পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।