ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

মালয়েশিয়া থেকে আনা মাদক আইসসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, নভেম্বর ৫, ২০২০
মালয়েশিয়া থেকে আনা মাদক আইসসহ আটক ৪

ঢাকা: মালয়েশিয়া থেকে আনা মাদক আইসের চালান জব্দসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, মালয়েশিয়া থেকে আমদানি করা বিপুল পরিমাণ ‘আইস’ নামে মাদকদ্রব্যের চালান জব্দ করেছে ডিবি গোয়েন্দা রমনা বিভাগ। এ সময় চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

‘আইস’ লবণের মতো দানাদার জাতীয় এবং এমডিএমএ ট্যাবলেট জাতীয় মাদক। প্রত্যেকটিই উচ্চমাত্রার মাদক যা সেবনের পর মানবদেহে উত্তেজনার সৃষ্টি করে। গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রথমবারের মতো এ মাদক জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।