ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, নভেম্বর ৪, ২০২০
মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে বিহারী লাল নৌকাবাইচ প্রতিযোগিতা ও মেলার আয়োজন করে।

উপজেলা ক্রীড়া সংস্থা নৌকাবাইচ আয়োজন করে।

নৌকাবাইচ দেখতে মহম্মদপুর উপজেলা সদরের  মধুমতি নদীর দুই তীরে মানুষের ঢল নামে। নদীর দুই পাড়ে মিলন মেলায় পরিণত হয়। হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা বাইচ উপভোগ করে।

নৌকাবাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।  

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, মহম্মদপুর উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।