ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে মাদক বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, অক্টোবর ২০, ২০২০
রাজশাহীতে মাদক বিক্রেতা আটক

রাজশাহী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ মো. ইসমাইল হোসেন (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি)।  

আটক ইসমাঈল হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানী পাড়া গ্রামের মো. শাহাবুদ্দিন ইসলামের ছেলে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরীর গৌরহাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সন্ধ্যায় আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া মডেল থানার গৌরহাঙ্গা মোড়ের সোহাগ ফলের দোকানের সামনে থেকে ইসমাইল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল জানায়, সে তিন হাজার টাকার বিনিময়ে হেরোইনগুলো গোদাগাড়ী থেকে রাজশাহীর বাসস্ট্যান্ড এ নিয়ে আসছিলো। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।