ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পাটকেলঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, অক্টোবর ২০, ২০২০
পাটকেলঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরার বড় পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও তৈলকূপি গ্রামের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, পাটকেলঘাটা থেকে দু’টি মোটরসাইকেলে জুয়েলসহ পাঁচজন কেশবপুরের মাইকেল সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে কুমিরার বড় পুকুর নামক স্থানে কেশবপুর থেকে পাটকেলঘাটাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে জুয়েল ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হন তার সঙ্গে থাকা চারজন।  

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।