ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

‘মুজিবনগরের উন্নয়নে বরাদ্দ হাজার কোটি টাকা’                        

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, অক্টোবর ২০, ২০২০
‘মুজিবনগরের উন্নয়নে বরাদ্দ হাজার কোটি টাকা’                         মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মেহেরপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক মুজিবনগরের উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সে অনুযায়ী নকশার কাজ চলছে।

আজকের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। ’

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র স্থাপনের নতুন এ প্রকল্পের কাযক্রম চূড়ান্ত করতে এলাকা পরিদর্শন, প্রকল্পের কার্যক্রম ও ব্যয় পর্যালোচনা বিষয়ক ভার্চ্যুয়াল সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বরের আগেই মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। নভেম্বরে ভোটার তালিকা প্রকাশ আর জানুয়ারিতে মুক্তিযুদ্ধ সংসদ নির্বাচন হবে।  

ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।  

তিনি আরও বলেন, যাচাই বাছাই শেষে পাঁচ থেকে সাত ভাগ মুক্তিযোদ্ধা হয়তো বাদ যেতে পারেন। তবে যারা আবেদন করেছেন, নতুন করে আরও কিছু মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হবেন। যদি কেউ তালিকা থেকে বাদ পড়েন, তারা আপিল করতে পারবেন।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে জুম কনফারেন্সে যুক্ত ছিলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ, পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।