ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সঠিক পরিকল্পনায় সঠিক পরিসংখ্যান জরুরি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, অক্টোবর ২০, ২০২০
সঠিক পরিকল্পনায় সঠিক পরিসংখ্যান জরুরি  ...

ঢাকা: যেকোনো সঠিক পরিকল্পনায় সঠিক পরিসংখ্যান অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দ্বিতীয়বারের মতো বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করেছে বাংলাদেশ। বিশ্ব পরিসংখ্যান দিবসের এবারের প্রতিপাদ্য ‘কানেক্টিং দ্য ওয়ার্ল্ড উইথ ডাটা উই ক্যান ট্রাস্ট’।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি প্রফেসর ড. পি কে মতিউর রহমান, পরিসংখ্যানের উপ-মহাপরিচালক সুবব্রত ঘোষ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মূল প্রবদ্ধ উপস্থাপন করেন আবুল কালাম আজাদ ও এ কে এম আশরাফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, যেকোনো দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সঠিক ও সময়মতো পরিসংখ্যান প্রাপ্তি গুরুত্বপূর্ণ। তাছাড়া এসডিজির তথ্য ঘাটতি পূরণে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিডের কারণে জনশুমারি বিলম্বিত হচ্ছে। এটি হলে এসডিজি পরিমাপক ২৯টি নির্দেশকের তথ্য পাওয়া সম্ভব হবে।

২০১০ সাল থেকে জাতিসংঘের ঘোষিত বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়ে আসছে। প্রতি পাঁচ বছর পর পর দিবসটি পালিত হয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।