ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

এসবিএসি ব্যাংকের বিমা দাবির চেক হস্তান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, অক্টোবর ২০, ২০২০
এসবিএসি ব্যাংকের বিমা দাবির চেক হস্তান্তর

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের সুরক্ষা মিলিওনিয়র স্কিমে এক হিসাবধারী মৃত্যুবরণ করায় বিমা দাবির পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের বীরগঞ্জ শাখায় মৃত্যুবরণকারী হিসাবধারীর পক্ষে তার মেয়ে সাবিহা ইসলাম সুবর্ণা এ চেক তুলে দেওয়া হয়।

এসময়ে বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসাইন বাবুল, স্থানীয় ব্যবসায়ী মো. ইয়াকুব আলী, রতন কুমার সাহা, মৃদুল কান্তি দেবসহ শাখার ব্যবস্থাপক মো. আবু জাফর উপস্থিত ছিলেন।

‘এসবিএসি সুরক্ষা মিলিওয়নিয়র স্কিম’-এ ব্যাংকই হিসাবধারীর পক্ষে বিমার প্রিমিয়াম পরিশোধ করে থাকে। এর আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যুতে পাঁচ লাখ টাকা এবং স্বাভাবিক মৃত্যুতে পঞ্চাশ হাজার টাকার ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে। এ স্কিমে নির্দিষ্ট পরিমাণ কিস্তি জমা দিয়ে মেয়াদান্তে ১০ লাখ টাকার মালিক হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।