ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, অক্টোবর ২০, ২০২০
জয়পুরহাটে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক আটক আব্দুর রশিদ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আব্দুর রশিদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বাংলানিউজকে এ তথ্য জানান।

 

আটক রশিদ ওই উপজেলার রতনপুর উত্তরপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রশিদকে আটক করা হয়। তার কাছ থেকে বিদেশি অস্ত্র একটি পিস্তল, দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।