ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সমাজের সব অনাচার বন্ধে সংস্কৃতি চর্চার বিকল্প নেই: খালিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, অক্টোবর ২০, ২০২০
সমাজের সব অনাচার বন্ধে সংস্কৃতি চর্চার বিকল্প নেই: খালিদ

চুয়াডাঙ্গা: সমাজের সব অবিচার-অনাচার দূর করতে হলে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। একমাত্র সংস্কৃতিই পারে সব অসঙ্গতি দূর করতে।

আর তাইতো বর্তমান সরকার তৃণমূল থেকে সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছেন।  

সোমবার (১৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলার সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সব অপসংস্কৃতি থেকে বের হওয়ার একমাত্র মূলমন্ত্র সংস্কৃতি চর্চা। সংস্কৃতির চর্চা বিকশিত হলে মাদক নারী নির্যাতনসহ সব অনাচার অবিচার বন্ধ করা সম্ভব।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সাংস্কৃতিক সংগঠন অরিন্দমের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডালিম ও বাংলাদেশ বেতারের শিল্পী তুহিন সুলতানা।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।