ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ভাণ্ডারিয়ায় ইজিবাইকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, অক্টোবর ১৯, ২০২০
ভাণ্ডারিয়ায় ইজিবাইকচাপায় পথচারী নিহত প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ার কলোনি বাজার এলাকায় ইজিবাইকের চাপায় আব্দুল কাদের হাওলাদার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সোহাগ বিশ্বাস (৩৫) নামে অপর এক পথচারী।

 সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ভাণ্ডারিয়া-মঠবাড়ীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় কলোনি বাজার জামে মসজিদের প্রাক্তন ইমাম কাদের হাওলাদার ও সোহাগ বিশ্বাস রাস্তা পার হচ্ছিলেন। এসময় চারখালী-ভাণ্ডারিয়াগামী ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি ইজিবাইক তাদের ধাক্কা দেয়। এতে কাদের হাওলাদার ইজিবাইকের নিচে চাপা পড়েন।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আলী আজিম জানান, বৃদ্ধ কাদেরকে মৃত অবস্থায় আর সোহাগ বিশ্বাসকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাকসুদুর রহমান জানান, পুলিশ ইজিবাইক চালক কাওছার হাওলাদারকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।