ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, অক্টোবর ১৯, ২০২০
এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ঢাকা: সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে নির্যাতন করে হত্যায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে পালিয়ে যেতে সহায়তাকারীকে খুঁজে বের করতে পুলিশ সদর দফতর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) পুলিশ সদর দফতরের একজন এআইজিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, ওই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।