ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নাজিরপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জন্য দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, অক্টোবর ১৯, ২০২০
নাজিরপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জন্য দোয়া মাহফিল দোয়া মাহফিল। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের মা মরহুমা মিসেস মাজেদা বেগমের জন্য নাজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মন্ত্রীর মেঝো ভাই মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা এস এম নজরুল ইসলাম, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জেলা প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ, নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তুহিন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার রায়, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি  মো. আল-আমীন খান প্রমুখ।

 পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।