ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

শিবালয়ে ১৯ জেলেকে কারাদণ্ড, ৩ লাখ মিটার জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, অক্টোবর ১৯, ২০২০
শিবালয়ে ১৯ জেলেকে কারাদণ্ড, ৩ লাখ মিটার জাল ধ্বংস ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: নির্দেশনা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ১৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম এ দণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের নাম জানা যায়নি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ে যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে বিকেলে পৃথক অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ৯০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে সাত জনকে এক বছর করে কারাদণ্ড ও ১২ জনকে ১৬ দিন করে কারাদণ্ড দেওয়া দেওয়া হয় এবং জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।