ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ভাই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, অক্টোবর ১৯, ২০২০
গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ভাই আহত প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইয়াসিন শরীফ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার ভাই ইমরান।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

ইয়াসিন গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের ইরাত আলী শরীফের ছেলে।  

গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবু নাঈম জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় রিকশা ভ্যানের উপর বসে ইয়াসিন ও তার ভাই ইমরান অন্যের মাছ শিকার করা দেখছিল। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে আসা একটি কাভার্ড ভ্যান রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুই ভাই ছিটকে সড়কের উপর পড়ে গুরুতর আহত হয়।  

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকেল পৌনে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়। আহত ইমরান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইয়াসিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।