ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গার সীমান্ত থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, অক্টোবর ১৯, ২০২০
চুয়াডাঙ্গার সীমান্ত থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার  উদ্ধারকৃত স্বর্ণের বার। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে আড়াই কেজি ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

সোমবার (১৯ অক্টোবর) সকালে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী ক্যাম্পের একটি টহল দল চাকুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় চাকুলিয়া বিলের মধ্যে প্লাস্টিকের বস্তা হাতে এক ব্যক্তিকে দেখতে পেয়ে টহল দল চ্যালেঞ্জ করে। এসময় তিনি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। তখন টহল দলের সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করে।

সোমবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বস্তাটি তল্লাশি করে দুই কেজি ৪০০ গ্রাম (২০৫ ভরি ৭ আনা) ওজনের উন্নতমানের আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫২ লাখ দুই হাজার ৩৭৫ টাকা। আটক স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।