ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন ভোলার ৭৫ সাংবাদিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, অক্টোবর ১৯, ২০২০
প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন ভোলার ৭৫ সাংবাদিক ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন তোফায়েল আহমেদ। ছবি: বাংলানিউজ

ভোলা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া করোনাকালীন সহায়তা পেয়েছেন ভোলার ৭৫ জন সাংবাদিক।  

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

 

এ সময় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বিশেষ অতিথির বক্তব্য রাখেন।  

তোফায়েল আহমেদ বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত। যে কারনে করোনাকালীন সময়ে বাংলাদেশের মানুষ ভালো আছে। প্রধানমন্ত্রী সব শ্রেণী-পেশার মানুষকে সহযোগিতা করেছেন। সাংবাদিকদেরও সহায়তা করেছেন।  

এ সময় ভোলার সাংবাদিকদের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের আয়োজনে ও ভোলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে ৭৫ জন সাংবাদিকের হাতে চেক তুলে দেওয়া হয়।

ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।  

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ অপু।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।