ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, অক্টোবর ১৯, ২০২০
কক্সবাজারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের বাঁকখালী নদীতে শখের বসে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে মো. ইউনুচ (২৮) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এখনও নিখোঁজ রয়েছেন মো. বেলাল নামের অপর ব্যক্তি।

এর আগে রোববার রাত ১২টায় বাকখালী নদীর ৬নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল থেকে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন দমকল বাহিনীর কর্মীরা।

কক্সবাজার দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, মো. ইউনুচ, বেলাল এবং শুক্কুর এ তিনজন মিলে রাতে একটি ডিঙ্গি নৌকায় করে বাঁকখালী নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীর জোয়ারের পানির তোড়ে নৌকাটি ডুবে গেলে শুক্কুর সাতরিয়ে কূলে ফিরে এলেও বাকি দুইজন তলিয়ে যান। তাদের মধ্যে মো. ইউনুচকে সোমবার দুপুর দুইটার দিকে দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করেন।

ইউনুচ ও বেলাল স্থানীয় নতুন বাহারছড়া এলাকার মুদি দোকানকার বলে জানান এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।