ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে ২ মাদকসেবীর কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, অক্টোবর ১৮, ২০২০
ফেনীতে ২ মাদকসেবীর কারাদণ্ড 

ফেনী: ফেনীতে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

 

তিনি বলেন, ফেনী পৌর শহরের জেল রোড সংলগ্ন পিটিআইর সামনে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন কালিদাস ও তারেক নামে দুই মাদকসেবী। এ সময় মাতাল অবস্থায় অস্বাভাবিক আচরণ করতে দেখা যায় এবং তাদেরকে ওই আচরণের ব্যাখ্যা চাইলে তারা গাজা সেবন করে এমন আচরণ করছেন বলে জানায়। পরে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২ জনকে ১ মাস করে কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফেনী জেলা শাখার পরিদর্শক অমর কুমার সেন ও অন্যান্য সদস্যরা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।