ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ওয়াসার পানির দাবিতে বেগম রোকেয়া সরণী অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, অক্টোবর ১৮, ২০২০
ওয়াসার পানির দাবিতে বেগম রোকেয়া সরণী অবরোধ

ঢাকা: ওয়াসার পানির দাবিতে বেগম রোকেয়া সরণী অবরোধ করেছে স্থানীয় জনগণ। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

 

রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় বাসিন্দারা মিছিল নিয়ে শেওড়াপাড়া প্রধান সড়কে অবস্থান নেন।

এদিকে রাস্তা অবরোধের কারণে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন বলে জানা গেছে।  

আন্দোলনকারীরা জানান, পূর্ব শেওড়াপাড়ায় প্রায় দুই মাস ধরে পানি না পাওয়ার কারণে তারা রাস্তায় নেমেছেন।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এসএমএকে/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।