ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ধ্বংস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫০, অক্টোবর ১৮, ২০২০
বরিশালে ২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ধ্বংস 

বরিশাল: বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৮ লাখ মিটার অবৈধ জাল এবং ২৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে নৌ বাহিনী।  

নৌ বাহিনীর জাহাজ তিস্তার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল কাইয়ুম রবিনের নেতৃত্বে শনিবার (১৭ অক্টোবর) ভোর ৫টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

বিএনএস তিস্তার সাব-লেফটেন্যান্ট শামস সাদেকীন জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের সব নদ-নদীতে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। তাই বরিশালের মেঘনা, সিপলী, ধলাহার, তেতুলিয়া, কালাবদর ও কীর্তণখোলা নদীতে অভিযান চালিয়ে এই অবৈধ জাল জব্দ করা হয়।  

সন্ধ্যায় জব্দকৃত জাল বরিশাল নগর সংলগ্ন কীর্তণখোলা নদীর তীরবর্তী রসুলপুর চরে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ মাছ ১৯টি এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘন্টা, অক্টোবর ১৮, ২০২০

এমএস/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।