ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ারিং মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০০, অক্টোবর ১৮, ২০২০
বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ারিং মিস্ত্রির মৃত্যু

রাজবাড়ি:  রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে  মোঃ সবুজ (২২) নামে এক ওয়ারিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত সবুজ ঝিনাইদহ জেলার হাট গোপালপুর গ্রামের রমজান আলীর ছেলে।

বালিয়াকান্দি ওয়াপদা মোড়ে অবস্থিত খান জাহান আলী (রঃ) মেটাল-৩ এর সত্বাধিকারী মোতালেব হোসেন উজ্জ্বল ও মোস্তাফিজুর রহমান বলেন, সবুজ ১৫-২০দিন আগে আমাদের কারখানায় কাজ শুরু করে। এরপর ছুটিতে যায়। শনিবার দুপুরে তার স্ত্রীকে নিয়ে এসে বাসায় রেখে বিকেলে কাজে আসে। টুলের ওপর বসে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে আমরা টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময় ০৫০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এনইউ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।