ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পাবনার আটঘরিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, অক্টোবর ১৮, ২০২০
পাবনার আটঘরিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

পাবনা : পাবনার আটঘরিয়ায় মকবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের রইচ উদ্দিন মাস্টারের ছেলে। এসময় সঙ্গে থাকা আলম হোসেন (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তি একই গ্রামের চাঁদ মোল্লার ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, শনিবার সন্ধ্যায় মকবুল ও আলম ধানুয়াঘাটা হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাঁন্দাই বিলের কাছে সন্ত্রাসীরা তাদের গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই মকবুল মারা যান। গুরুতর আহত অবস্থায় আলমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।  

স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে মকবুলকে হত্যা করা হয়েছে।  

আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
টিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।