ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ইলিশ ধরার দায়ে মানিকগঞ্জে ১৯ জেলের কারাদণ্ড-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, অক্টোবর ১৭, ২০২০
ইলিশ ধরার দায়ে মানিকগঞ্জে ১৯ জেলের কারাদণ্ড-জরিমানা প্রতীকী ছবি

মানিকগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে মানিকগঞ্জের দুই উপজেলার ১৯ জেলের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলার দৌলতপুর উপজেলার ১২ জন ও শিবালয় উপজেলা সাত জনকে এ দণ্ড দেওয়া হয়।

 

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন এ রায় দেন।

জুয়েল আহমেদ বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দৌলতপুরে যমুনা নদীতে জাল ফেলে মাছ শিকারের অপরাধে ১২ জেলেকে আটক করা হয়। পরে তাদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সাতজনকে জরিমানা করা হয়।  

ইউএনও বিএম রুহুল আমিন জানান, নির্দেশনা অমান্য করে শিবালয়ের যমুনা নদীতে মাছ ধররার চেষ্টার দায়ে সাতজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে চারজনকে দেড় বছর করে কারাদণ্ড ও তিনজনকে জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
কেএআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।