ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

উলিপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, অক্টোবর ১৭, ২০২০
উলিপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি গ্রামে হাজরা বেওয়া (৭৩) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে।  শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ওই নারী ৮ সন্তানের জননী। তিনি ওই গ্রামের মৃত বছির উদ্দিন মুন্সির স্ত্রী।

ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বজনদের বরাত নিয়ে বাংলানিউজকে জানান, শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময়ে নিজ ঘরে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। ঘর থেকে তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত নিথর দেহ দেখতে পায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা স্বজনরা বলতে পারেননি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, সুরতহাল তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।