ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরছেন অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৯, অক্টোবর ১৭, ২০২০
ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরছেন অর্থমন্ত্রী

ঢাকা: ফলোআপ চিকিৎসা শেষে শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

শুক্রবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।             

বিদেশে থাকা অবস্থায় অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজকর্ম করছেন এবং ভার্চ্যুয়াল বিভিন্ন সভায় অংশ নিয়েছেন। দেশে ফিরে আগামী রোববার থেকে তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এমআইএস/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।