ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

‘দক্ষতার অভাবে দূতাবাস অ্যাপের সেবা থেকে বঞ্চিত প্রবাসীরা’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, অক্টোবর ১৬, ২০২০
‘দক্ষতার অভাবে দূতাবাস অ্যাপের সেবা থেকে বঞ্চিত প্রবাসীরা’ ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে বাংলাদেশের ৭৮টি মিশনের মধ্যে ৬০টি মিশনে দূতাবাস অ্যাপ চালু করা হয়েছে। তবে প্রবাসী কর্মীরা দক্ষতার অভাবে এই অ্যাপ থেকে সেবা নিতে পারছেন না।

 

শুক্রবার (১৬ অক্টোবর) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন রচিত ‘অদম্য বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ২৩ লাখ বাংলাদেশী প্রবাসী রয়েছেন। এসব প্রবাসীদের সেবা দেওয়ার জন্য আমরা দূতাবাস অ্যাপ চালু করেছি। এই অ্যাপে ৩৫ ধরনের সেবা দেওয়া হয়। তবে যারা এই সেবা দেবেন, তাদের সেই দক্ষতা নেই। আবার দক্ষতার অভাবে আমাদের প্রবাসীরাও এই সেবা নিতে পারেন না। অ্যাপে অনেক সময় নিজের ছবি ঠিকমতো দিতে পারেন না। জন্ম তারিখ ভুলভাবে লিখে দেন। সে কারণে দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।