ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, অক্টোবর ১৬, ২০২০
সিলেটে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

সিলেট: সিলেটের সীমান্ত জনপদ কানাইঘাটে ফাতেমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে ২নম্বর লক্ষীপ্রসাদ (পশ্চিম) ইউনিয়নের সুরইঘাটের আগফৌদ পূর্ব (গাঙ্গপার) গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ফাতেমা বেগমকে তার স্বামী মহরম আলী হত্যা করে পালিয়ে যান। সকালে ঘরের ভেতর গৃহবধূর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন এলাকাবাসী। এরপর দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বাংলানিউকে বলেন, ফাতেমা বেগমকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে তার স্বামী মরম আলী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।