ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বিশ্ব খাদ্য দিবসে রাজশাহীতে আলোচনা সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, অক্টোবর ১৬, ২০২০
বিশ্ব খাদ্য দিবসে রাজশাহীতে আলোচনা সভা

রাজশাহী: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সবাইকে নিয়ে একসঙ্গে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক মো. আবদুল জলিল। .

এর আগে কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সেমিনারে সংযুক্ত হন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক ও নেজারত ডেপুটি কালেক্টর আব্দুল্লাহ আল রিফাতসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং প্রাণিসম্পদ, মৎস্য অধিদপ্তর, কৃষি ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।